সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি রকি, সাধারণ সম্পাদক সাজন
১৫ নভেম্বর, ২০২৪, 11:17 AM
NL24 News
১৫ নভেম্বর, ২০২৪, 11:17 AM
সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি রকি, সাধারণ সম্পাদক সাজন
নিজস্ব প্রতিবেদক: সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি কেন্দ্রীয় কমিটি ২০২৪-২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের সমর্থনে রাকিবুল ইসলাম রকি সভাপতি ও সাজন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংগঠনের একটি মিলনায়তনে সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান মুরাদ ও প্রধান পরিচালক আনোয়ার হোসেন আকাশ এর যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন লাভ করে।
১৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন লুৎফুর রহমান (সহ- সভাপতি),মোঃ গোলাম রাব্বানী (সহ সাধারন সম্পাদক) মোঃ আবুল হাসান (অর্থসম্পাদক),মোঃ সাইফুর রহমান খান ( সহ অর্থ সম্পাদক),মোঃ নোমান আহমদ (সাংগঠনিক সম্পাদক),মোঃ জহিরুল ইসলাম জয় ( সহ সাংগঠনিক সম্পাদক),মোঃ মাহবুব চৌধুরী নৌষাদ ( তথ্য ও যোগাযোগ সম্পাদক),মোঃ মাসুম আহমদ( সহ তথ্য ও যোগাযোগ সম্পাদক), মোঃ আক্কাস আলী (প্রচার সম্পাদক), মোঃ রিমন আহমদ ( সহ প্রচার সম্পাদক), মাহমুদা আক্তার ( মহিলা বিষয়ক সম্পাদিকা), তানিয়া তালুকদার ( সহ মহিলা বিষয়ক সম্পাদিকা) নির্বাচিত হন।
২০১২ সাল থেকে কাজ করছে এই সংগঠনটি।বর্তমানে বাংলাদেশের ৪২ জেলায় সক্রিয়ভাবে কাজ করছে। এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষকে রক্তদান করেছে এই সংগঠনের পক্ষ থেকে।