গলাচিপায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
মোঃ মোস্তফা কামাল খাঁন
১৮ মার্চ, ২০২৩, 10:08 AM
মোঃ মোস্তফা কামাল খাঁন
১৮ মার্চ, ২০২৩, 10:08 AM
গলাচিপায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
পটুয়াখালী জেলার গলাচিপার বাংলাদেশ -তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের শিশু ছবি ঘরে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন শিশুদের আনন্দ উৎসবে পালিত হয়েছে।
গতকাল শুক্রবার ১৭ মার্চ ৪ ঘটিকায় শিশু ছবি ঘরের সামনের মাঠে শত শত শিশুদের নিয়ে প্রধান অতিথি হিসেবে জাতির জনকের জন্মদিনের কেক কাটেন পটুয়াখালী - সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন,গলাচিপা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির,উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী, শিশু ছবি ঘরের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন শিশু ঘরের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম মলি। এছাড়া উপস্থিত ছিলেন, শিশু ছবি ঘরের সাংগঠনিক সম্পাদক মিঠুন পাল, সাংবাদিক মোহাম্মদ হাফিজ, সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল ও শিশুদের অভিভাবকরা।
কেক কাটা শেষে শিশুদের মাঝে কেক, বেলুন ও চকলেট বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর শুভ জন্মদিনটি শিশুদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে শিশু ছবি ঘর।