ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

চমকে দিলেন মাশরাফী, করলেন গল্পও

#

২০ ডিসেম্বর, ২০২১,  10:54 AM

news image
হুডি ও মাস্ক পরে বন্ধু রবি দাসের পাশে বসে আছেন মাশরাফী বিন মোর্ত্তুজা: ছবি: সংগৃহীত

সংসদ সদস্য হয়েও শৈশবের বন্ধুদের ভোলেননি নড়াইল-২ আসনের এমপি এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তুজা। বিশ্বের নন্দিত ক্রিকেট তারকা হিসেবেও কোনো অহংকার নেই তার। যখনই নড়াইলে নিজ জন্মস্থানে যান মাশরাফী তখনই সময় বের করে ছোট বেলার খেলার সাথী ও সহপাঠীদের সঙ্গে সময় কাটাতে ভোলেন না এই তারকা। বন্ধুত্বের ক্ষেত্রে তার কোনো জাতপাত নেই, সেই দৃষ্টান্তই স্থাপন করেছেন মাশরাফী। তারই প্রমাণ দিলেন গতকাল শনিবার সন্ধ্যায়। এদিন সন্ধ্যা ৭টার দিকে নড়াইল চৌরাস্তায় ফুটপাতে বসে জুতা সেলাই করা বন্ধু রবির পাশে বসে প্রায় আধা ঘণ্টা তার সঙ্গে গল্প করেন তিনি। মাশরাফীর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী মাশরাফির ছোট বেলার আরেক বন্ধু নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল জানান, এদিন সন্ধ্যায় ৭টার দিকে এমপি মাশরাফী বিন মোর্ত্তুজা। হুডি ও মাস্ক পরে নড়াইল চৌরাস্তায় তার প্রতিবেশী বাল্যবন্ধু শহরের রাজকুমার দাসের ছেলে রবি দাসের দোকানের পাশে গিয়ে বসেন। তখন রবি তার কাছে জানতে চায় জুতা সেলাই বা কালি করতে হবে কি-না? এভাবে কিছু সময় পর যখন রবি বুঝতে পারলো মাশরাফী, তখন একে অপরকে জড়িয়ে ধরেন এবং তারা বেশ কিছুক্ষণ গল্প করেন। এ বিষয়ে নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তুজা বলেন, ‘ছোট বেলায় যাদের সঙ্গে খেলাধুলা করেছি, চিত্রা নদীতে সাঁতার কেটে বড় হয়েছি তারা আমার বন্ধু। তারা যে পেশায় থাকুক তাতে কী আসে যায়। আজীবন বন্ধুত্ব থাকবে তাদের সঙ্গে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ