চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
৩০ মার্চ, ২০২২, 4:25 PM
NL24 News
৩০ মার্চ, ২০২২, 4:25 PM
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক : দুই দেশ সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই । মস্কো এটাকে ‘কঠিন আন্তর্জাতিক পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে বসেছেন।
চীন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এই ঘটনার জন্য ন্যাটোকে দোষারোপ করেছে। তবে একইসঙ্গে চীন একাধিকবার জানিয়েছে, তারা যুদ্ধ বন্ধের জন্য কাজ করছে।
গত সপ্তাহে পশ্চিমা সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, রাশিয়া চীনের কাছে আর্থিক এবং সামরিক সহায়তা চেয়েছে। যুক্তরাষ্ট্র চীনের প্রতি রাশিয়াকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে সহযোগিতা না করতে হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে।