চয়ন-চঞ্চল পালের মায়ের মৃত্যুতে উপজেলা আ.লীগের শোক
মোঃ জিতু আহমদ
৩১ জুলাই, ২০২৩, 7:54 PM
মোঃ জিতু আহমদ
৩১ জুলাই, ২০২৩, 7:54 PM
চয়ন-চঞ্চল পালের মায়ের মৃত্যুতে উপজেলা আ.লীগের শোক
ওসমানীনগর প্রতিনিধি ।। সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল এবং উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি চঞ্চল পালের মাতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এক শোক বার্তায় মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা। শোক প্রকাশ করেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দাল মিয়া ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এদিকে, চয়ন পাল এবং চঞ্চল পালের মাতার মৃত্যুর খবর শোনে সোমবার দুপুরে উপজেলার তাজপুরস্থ তাদের নিজ বাড়িতে শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে আসেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া,সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমানসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।