সংবাদ শিরোনাম
মানুষ তুমি বড় হও
নিজস্ব প্রতিনিধি
৩১ মে, ২০২২, 11:48 PM
নিজস্ব প্রতিনিধি
৩১ মে, ২০২২, 11:48 PM
মানুষ তুমি বড় হও
মবরুর আহমদ সাজু
মানুষ তুমি বড় হও
আদর্শের সন্ধানে
বিধাতাকে স্বরন করে।
মানুষ তুমি বড় হও
মানুষের মতো করে।
মানুষ তুমি বড় হও
প্রতিহিংসা না করে।
মানুষ তুমি বড় হও
তৈল সম্পাদন না করে।
মানুষ তুমি বড় হও
প্ররশ্রীকাতরতা বন্ধ করে।
মানুষ তুমি বড় হও
মানুষের মতো করে।
মানুষ তুমি বড় হও
স্বপ্রতিভ জ্বালিয়ে।
মানুষ তুমি বড় হও
সত্যের সন্ধানে নির্ভীক হয়ে।
মানুষ তুমি বড় হও
অমায়িক প্রেমের জলরাশিতে
মানুষ তুমি বড় হও
মানুষের মতো করে।