জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন: সভাপতি সাখাওয়াত, সেক্রেটারি সাত্তার
মনিরুল ইসলাম
১৮ নভেম্বর, ২০২৪, 10:09 AM
মনিরুল ইসলাম
১৮ নভেম্বর, ২০২৪, 10:09 AM
জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন: সভাপতি সাখাওয়াত, সেক্রেটারি সাত্তার
মৌলভীবাজার জেলার জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর নির্বাচন ও টিম সদস্য মনোনয়ন উপলক্ষে জায়ফরনগর ইউনিয়ন রোকন (সদস্য) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদরের স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের প্রধান নির্বাচন পরিচালক ও জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা আমীর আব্দুল হাই হেলাল, সেক্রেটারী আজিম উদ্দীন, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর ও উপজেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক মাওলানা আব্দুল কাদির প্রমুখ।
সদস্যদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য ইউনিয়ন আমীর নির্বাচিত হয়েছেন এডভোকেট শাখাওয়াত হোসাইন। পূর্বে তিনি পশ্চিম জুড়ী ইউনিয়ন সভাপতি এবং জায়ফরনগর ইউনিয়ন সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নব নির্বাচিত ইউনিয়ন আমীর এডভোকেট শাখাওয়াত হোসাইন কে গঠনতন্ত্রে উল্লেখিত শপথ পাঠ করান জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান ।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ইউনিয়ন সভাপতি সেক্রেটারীর নাম প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে আব্দুস ছাত্তার-কে সেক্রেটারী মনোনয়ন দেওয়া হয়। সদস্যদের মধ্য থেকে ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হিসাবে মাওলানা শামসুল ইসলাম, আব্দুস ছাত্তার, আলমগীর হোসাইন, রফিকুল ইসলামকে মনোনয়ন প্রদান করা হয়েছে।