জুড়ীতে জাতির পিতার জন্মবার্ষিকী পালিত
১৭ মার্চ, ২০২৩, 2:10 PM
NL24 News
১৭ মার্চ, ২০২৩, 2:10 PM
জুড়ীতে জাতির পিতার জন্মবার্ষিকী পালিত
মনিরুল ইসলাম, মৌলভীবাজার থেকেঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ মার্চ শুক্রবার সকালে জন্ম বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বীরমুক্তিযোদ্ধাগন, আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, জুড়ী থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে এতে অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমা পদ দে, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, থানার ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মোঃ সুজাউদ্দৌলা, উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা শামিমুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।