জুড়ীতে জাতীয় ভোটার দিবস পালন
০৩ মার্চ, ২০২৩, 12:40 AM
NL24 News
০৩ মার্চ, ২০২৩, 12:40 AM
জুড়ীতে জাতীয় ভোটার দিবস পালন
নিজস্ব প্রতিবেদকঃ "ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে" এই প্রতিপাদ্যে মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।