জুড়ীতে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
মনিরুল ইসলাম
১৬ জানুয়ারি, ২০২৩, 11:26 PM
মনিরুল ইসলাম
১৬ জানুয়ারি, ২০২৩, 11:26 PM
জুড়ীতে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকালে এ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।
জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিনের, কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফ প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।