জুড়ীতে টিম-১৫ এর ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ঔষধ ও অর্থ সহায়তা প্রদান
আদনান চৌধুরী
২৪ জুন, ২০২২, 11:29 PM
আদনান চৌধুরী
২৪ জুন, ২০২২, 11:29 PM
জুড়ীতে টিম-১৫ এর ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ঔষধ ও অর্থ সহায়তা প্রদান
জুড়ীতে টিম-১৫ এর ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ঔষধ ও অর্থ সহায়তা প্রদান
শুক্রবার (২৪ জুন) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার চারটি বন্যার্ত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেডিসিন সেবা, নগদ অর্থ সহায়তা, সাবান ও খাবার স্যালাইন বিতরণ করেছে টিম ফিফটিন।
চারটি মেডিকেল ক্যাম্পে ১৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ও এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডা. রামেন্দ্র সিংহ। চিকিৎসার পাশাপাশি তিনি বন্যার্তদের স্বাস্থ্য ঝুকির বিষয়ে দিকনির্দেশনাও দেন। এসময় তাদের বিনামূল্যে প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেডিসিন প্রদান করা হয়।
এদিকে, একই দিন উপজেলার ৩৬ টি পরিবারকে নগদ পাঁচশত টাকা করে অর্থ সহায়তা, ৫০ টি পরিবারে খাবার স্যালাইন ও সাবান বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে ধারাবাহিকভাবে উপজেলার শামসুল উলুম হাফিজিয়া মাদরাসা বন্যা আশ্রয় কেন্দ্র, নয়াগ্রাম শিমুলতলা মাদরাসা বন্যা আশ্রয় কেন্দ্র, আমতৈল কাতারি মসজিদ সংলগ্ন এলাকা, কালনিগড় প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে এসব কার্যক্রম পরিচালিত হয়।
কার্যক্রমে টিম-১৫ এর সদস্য, স্বেচ্ছাসেবক, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।