জুড়ীতে শনিবার হচ্ছে ঐতিহ্যবাহী পলো বাইচ
মনিরুল ইসলাম
২৪ নভেম্বর, ২০২২, 10:43 PM
মনিরুল ইসলাম
২৪ নভেম্বর, ২০২২, 10:43 PM
জুড়ীতে শনিবার হচ্ছে ঐতিহ্যবাহী পলো বাইচ
মৌলভীবাজার জেলার জুড়ীতে আগামী শনিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে পলো বাইচ। উপজেলার জুড়ী নদীর কন্টিনালা অংশ থেকে এ পলো বাইচের শুভ উদ্বোধন করা হবে।
জানা যায়, প্রতিবছর নদীর এ অংশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাইচের বিশাল অনুষ্ঠান হয়ে থাকে। এতে শত শত গ্রামবাসী মাছ ধরার উৎসবে মেতে উঠে। এবারের পলো বাইচে সকলকে আমন্ত্রন জানিয়েছেন সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা।
আলাপকালে সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রতিবছরই আয়োজন করা হয় এ পলো বাইচের। এ পলো বাইচে শত শত গ্রামবাসী অংশ নেয়। মাছ ধরার এ আনন্দ উৎসবে শামিল হতে আশেপাশের উপজেলা থেকেও অনেকে আসে। গ্রামীন ঐতিহ্যকে ধরে রাখার প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।