জুড়ীতে পশ্চিম বাছিরপুর প্রবাসী ও যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন
১৬ নভেম্বর, ২০২৪, 9:07 PM
NL24 News
১৬ নভেম্বর, ২০২৪, 9:07 PM
জুড়ীতে পশ্চিম বাছিরপুর প্রবাসী ও যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের জুড়ীতে সামাজিক সংগঠন ‘পশ্চিম বাছিরপুর প্রবাসী ও যুব উন্নয়ন সংস্থা'র ২৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান মনোনীত হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পশ্চিম বাছিরপুর প্রবাসী ও যুব উন্নয়ন সংস্থা'র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আল আমিন, লোকেশ চন্দ্র বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, মোঃ তারেক আহমদ, এবাদুর রহমান দিপু, আরাফাত আহমদ ফাহিম, সাংগঠনিক সম্পাদক ফাহিমুর ইসলাম ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া, হেলাল মিয়া, রাজু আহমেদ, দপ্তর সম্পাদক এ, আই তাহসান, অর্থ সম্পাদক সাগর আহমেদ, সহ-অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান চৌধুরী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনুছ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুর কাইয়ুম, ক্রীড়া সম্পাদক শাহিন মিয়া, সহ ক্রীড়া সম্পাদক ইমরান হোসাইন ইমন, মামুন আহমদ, তাহমিদুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রুমন আহমদ।
উল্লেখ্য, ২০২৪ সালে ১৫ নভেম্বর সংগঠনটির স্বেচ্ছাসেবী কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করে। অসহায় মানুষের জন্য শীতবস্ত্র, ঈদবস্ত্র বিতরণ, শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনাসহ সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রম ও আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে আত্মপ্রকাশ করেন।