জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা
১৬ ডিসেম্বর, ২০২৪, 11:36 PM
NL24 News
১৬ ডিসেম্বর, ২০২৪, 11:36 PM
জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক:
বিলেতে লন্ডন-বাংলা চ্যানেলের সম্পাদক ও টকশো ব্যক্তিত্ব প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোর স্বদেশ আগমন উপলক্ষে জুড়ী প্রেসক্লাবের পক্ষথেকে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সংবর্ধনা দেয়া হয়।
জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেলের সভাপতিত্বে এবং জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টো। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ইমরানুল ইসলাম, এম শামছুল ইসলাম, সদস্য হারিস মোহাম্মদ, সদস্য আব্দুল বাছিত, সমাজসেবক আনোয়ার হোসেন মঞ্জু, শিক্ষক নেতা মোহাম্মদ আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম, দৈনিক কালবেলার প্রতিনিধি আদনান চৌধুরী, বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শহিদুল ইসলাম হৃদয়, আমির হামজা, মনিরুজ্জামান তারেক, দেলোয়ার হোসেন প্রমুখ।
পরে জুড়ী প্রেসক্লাবের পক্ষথেকে সংবর্ধিত প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।