জুড়ীতে বন্যা আশ্রয় কেন্দ্রে নিসচা'র খাবার বিতরণ
২৬ জুন, ২০২৪, 1:09 AM
NL24 News
২৬ জুন, ২০২৪, 1:09 AM
জুড়ীতে বন্যা আশ্রয় কেন্দ্রে নিসচা'র খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বন্যা কবলিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ জুন) সংগঠনের সদস্যবৃন্দের আর্থিক সহযোগিতায় জুড়ী উপজেলার বন্যা কবলিত কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, বশিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, হাকালুকি আশ্রয় কেন্দ্র উচ্চ বিদ্যালয়, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, ফরিদ আলী একাডেমি আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সিনয়র সহ সভাপতি প্রভাষক লিটন রন্জন দত্ত, সহ সভাপতি সিরাজুল ইসলাম জসিম, পশ্চিম জুড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম, কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আতাউর রহমান আতিক, অভিভাবক সদস্য মোস্তাক আহমেদ।
এছাড়া নিসচা জুড়ী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার ফখরুল আবেদীন রুবেল, অর্থ সম্পাদক জসীম উদ্দিন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসাইন শান্ত, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, কার্যকরী সদস্য এনামুল হক, শেখ নোমান ইবনে শফিক, ইয়াছিন আরাফাত, নয়ন মিয়া, কামাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বন্যা আক্রান্ত প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।