ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

জুড়ীতে সাবেক শিবির নেতা ফাতিন হাসনাতের বাড়িতে আওয়ামীলীগের হামলা

#

১২ নভেম্বর, ২০২৪,  6:07 PM

news image

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সাবেক উপজেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ফাতিন হাসনাতের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ফাতিন হাসনাতকে বাড়িতে না পেয়ে হামলা ও ভাঙচুরের পর বাড়িতে থাকা অর্থ অলংকার সহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায় আওয়ামীলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা। সোমবার (১১ নভেম্বর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ফাতিন হাসনাতের মা রুহেলা বেগম জুড়ী থানায় অভিযোগ করলেও কোন আইনি পদক্ষেপ নেইনি পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মাগুড়া গ্রামের বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে সাবেক উপজেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ফাতিন হাসনাত দীর্ঘদিন থেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় ১১ নভেম্বর রাত ৯ টার দিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বলের নেতৃত্বে একদল আওয়ামীলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা সাবেক উপজেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ফাতিন হাসনাতের বাড়িতে হামলা করে। এ সময় ফাতিন হাসনাতকে না পেয়ে বাড়িতে ভাঙচুর চালায় ওই সন্ত্রাসীরা। হামলা ও ভাঙচুরের পর বাড়িতে থাকা অর্থ অলংকার সহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায় ওই সন্ত্রাসীরা। এ ঘটনার পর ফাতিন হাসনাতের মা রুহেলা বেগম জুড়ী থানায় অভিযোগ করলেও কোন আইনি পদক্ষেপ নেইনি পুলিশ। বর্তমানে ফাতিন হাসনাতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।


এ বিষয়ে ফাতিন হাসনাতের মা রুহেলা বেগম অভিযোগ করে বলেন, তাদের পরিবার জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত। তার ছেলে ফাতিন হাসনাত ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত। দীর্ঘদিন থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা তার স্বামী, ছেলে ও পরিবারকে অতর্কিত হামলা, মিথ্যা মামলা ও বাড়ী থেকে উচ্ছেদের পাঁয়তারায় লিপ্ত রয়েছে।

তিনি আরো বলেন, তার স্বামী জিল্লুর রহমান ও ছেলে ফাতিন হাসনাত সহ তাদের পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ওইসব সন্ত্রাসীরা। তারা কোথাও ন্যায় বিচার পাচ্ছেনা। বর্তমানে এই পরিবারটি বাড়ি ছাড়া। তার ছেলে ফাতিন হাসনাত দেশে-বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। তাদের পরিবারের সবাই এখন পালিয়ে বেড়াচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুরশেদুল আলম ভূইয়া বলেন, এই ঘটনায় রাজনৈতিক বিষয় রয়েছে, আমরা চাইলেই অনেক কিছু করতে পারিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ