তাহিরপুরে ইউএনও'কে বিদায়ী সংবর্ধনা
শওকত হাসান
০৯ নভেম্বর, ২০২২, 8:10 PM
শওকত হাসান
০৯ নভেম্বর, ২০২২, 8:10 PM
তাহিরপুরে ইউএনও'কে বিদায়ী সংবর্ধনা
তাহিরপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির এঁর পদোন্নতিতে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলাবাসী।
বুধবার বিকালে তাহিরপুর পর্ব বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ পুরকায়স্থ, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির এঁর পরবর্তী কর্মস্থল সিরাজগঞ্জ জেলা। তিনি সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করবেন।