ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের "ইনাফ ক্যাম্পেইন" শুরু

#

শওকত হাসান

১৮ সেপ্টেম্বর, ২০২৪,  7:36 PM

news image

সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের পর্যাপ্ত ও পুষ্টিকর খাবারের সংকট নিরসনকল্পে ওয়ার্ল্ড ভিশনের "ইনাফ ক্যাম্পেইন" শুরু হয়েছে। 

বুধবার (১৮সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির আয়োজন এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান।

ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার সেবাষ্টিং আরেং এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি প্রোগ্রাম অফিসার মহসিন খান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সরবুলা বেগম প্রমুখ। 

ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার সেবাষ্টিং আরেং জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ২০১৩ সালের অক্টোবর থেকে তাহিরপুর উপজেলায় বাংলাদেশ সরকারের পাশাপাশি শিশু স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি বিষয়ক কার্যক্রম সাফল্যজনকভাবে পরিচালনা করে আসছে। বর্তমান সময়ে দাড়িয়েও পর্যাপ্ত ও পুষ্টিকর খাবারের অভাবে ব্যাহত হচ্ছে আমাদের শিশুদের বেড়ে উঠা, যার অভিশাপ একটি শিশুকে বয়ে বেড়াতে হয় সারা জীবন। এই সংকট নিরসন কল্পে ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি কর্তৃক এই উপজেলার চারটি ইউনিয়নে ( তাহিরপুর সদর, বালিজুরী, বাদাঘাট ও উত্তর বড়দল) "ইনাফ ক্যাম্পেইন" শুরু করা হয়েছে। যার লক্ষ্য সব শিশু বেড়ে উঠবে খাদ্য নিরাপত্তায়। তাই সবাইকে একসাথে এই পরিবর্তনের অংশ নিতে আহবান জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ