তাহিরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
শওকত হাসান
০২ জানুয়ারি, ২০২৩, 6:51 PM
শওকত হাসান
০২ জানুয়ারি, ২০২৩, 6:51 PM
তাহিরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় তাহিরপুর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে কমিউনিটি ডায়লগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবুল নুর আহমদ খান, সাংবাদিক শওকত হাসান, সমাজকর্মী রহমত উল্লাহ, দুলাল মিয়া প্রমূখ।
সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন, সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব অনেক। সমাজে অনেক সমস্যাগ্রস্ত, সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশু রয়েছে। তাদের অধিকার প্রতিষ্ঠায় একজন সমাজকর্মী বিভিন্ন ভাবে সহযোগীতা করবে। এছাড়াও সরকারের পাশাপাশি সমাজের সবাইকে সমাজকর্মে এগিয়ে আসতে হবে। যেকোন মহূর্তে ১০৯৮ নম্বরে ফ্রীতে কল করে নারী ও শিশু সুরক্ষায় সহায়তা নিতে পারবে। সরকারী যে সকল হেল্পলাইন চালু আছে এর মতই এই নাম্বারে কল দিলে সহায়তা ও সুপরামর্শ পাবেন। এই বিষয়টি সবাইকে জানতে হবে।
তিনি আরোও বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজসেবা’র সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাতা প্রদান করা হচ্ছে। এ সংক্রান্ত যেকোন প্রয়োজনে উপজেলা সমাজসেবা অফিস সব সময় খোলা।
সভা শেষে উপজেলার রেজিস্টার প্রতিবন্ধীদের হাতে তাদের পরিচয়পত্র তুলে দেয়া হয়।