তাহিরপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
শওকত হাসান
১৪ আগস্ট, ২০২২, 9:44 PM
শওকত হাসান
১৪ আগস্ট, ২০২২, 9:44 PM
তাহিরপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে গোসল করতে নেমে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্থভুজ গ্রামের মুনসুর আলমের ছেলে তোফাজ্জল হোসেন (৪) এবং একই গ্রামের ফরহাদ মিয়ার ছেলে মোবারক হোসেন (৪)। শিশু দুইজন একে অপরের প্রতিবেশি।
জানা যায়, রবিবার দুপুরে নিজ বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। খেলার একর্যায়ে পরিববারের সবার অজান্তে দুই শিশু বাড়ীর সামনের সড়কের দক্ষিণ পাশে মাটিয়ান হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন এবং প্রতিবেশিরা অনেক খোঁজাখুজির পর বিকাল দুইটার দিকে চতুর্থভুজ মসজিদের সামনে হাওরে মধ্যে দুই শিশুকে এক সঙ্গে মৃত অবস্থায় উদ্ধার করে।
স্হানীয় ইউপি ওয়ার্ড সদস্য মাহবুব মিয়া দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জরুরী কাজে আমি সুনামগঞ্জ এসেছি। শিশুর অভিভাবকরা তাকে জানিয়েছেন দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল লতিফ তরফদার বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি থানায় এখনও কেউ অবগত করেনি।