তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু
শওকত হাসান
১৫ ডিসেম্বর, ২০২২, 6:40 PM
শওকত হাসান
১৫ ডিসেম্বর, ২০২২, 6:40 PM
তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু
শওকত হাসান,তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্মানাধীন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলার বৃহৎ বোর ফসলী ধানের হাওর শনির হাওরের ডুবন্ত বাঁধের ভাঙ্গন বন্ধকরণ/মেরামত কাজ সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ অনুযায়ী ২০২২-২০২৩ অর্থবছরে এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
এ সময় সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লা খান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. শওকতউজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, সাংবাদিক শওকত হাসান, আবিকুল ইসলাম সহ বাঁধ নির্মাণ কমিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।