তাহিরপুরে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশী যুবকের
শওকত হাসান
১৪ জানুয়ারি, ২০২৩, 9:23 PM
শওকত হাসান
১৪ জানুয়ারি, ২০২৩, 9:23 PM
তাহিরপুরে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশী যুবকের
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিএসএফের বাংলাদেশী যুবকের উপর গুলি চুড়ার ঘটনায় বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (২৮)।
শনিবার সন্ধায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়েছিলেন তিনি। নিহত ব্যক্তি তাহিরপুর সীমান্তের বুরুঙ্গাছড়া গ্রামের মো. রাশেদ মিয়ার ছেলে।
জানা যায়, গত শুক্রবার প্রতিদিনের মতো উপজেলার টেকেরঘাট সীমান্তের ১১৯৯ পিলার সংলগ্ন বুরুঙ্গাছড়া এলাকা দিয়ে দেলোয়ার হোসেন অবৈধভাবে ভারত থেকে চোরাইপথে কয়লা আনতে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাঁধা দিলে সে বিএসএফকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পরে বিএসএফ সদস্য তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এর মধ্যে এক রাউন্ড গুলি ওই তার পিছন দিকের কোমরে আঘাত করলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকালে নিয়ে যায়। শনিবার সন্ধায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু ঘটে।
দেলোয়ারের ছোট ভাই আমির হোসেন জানান, শনিবার সাড়ে পাঁচটায় ওসমানীতে বিএসএফের গুলিতে গুরতর আহত তার ভাইয়ের মৃত্যু ঘটেছে। তার ভাইয়ের দুই শিশুকন্যা রয়েছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন গুলিবিদ্ধ দেলোয়ার মারা গেছেন সংবাদটি শুনেছেন বলে কালবেলাকে জানিয়েছেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবির পরিচালক মো. মাহবুবুর রহমান জানান, গুলিবিদ্ধ দেলোয়ার মারা গেছেন এমন সংবাদ তিনিও কিছুক্ষণ হয় শুনেছেন। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানী ও ব্যাটেলিয়ান পর্যায়ে শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত তিনঘন্টা পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবি র পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন। এছাড়াও ব্যাটালিয়ানের পক্ষ থেকে ১৯৩ বিএসএফ ব্যাটালিয়ানের কাছে প্রতিবাদ লিপি দ্রুতই পাঠানো হবে।