তাহিরপুরে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ
শওকত হাসান
০১ জানুয়ারি, ২০২৩, 2:27 PM
শওকত হাসান
০১ জানুয়ারি, ২০২৩, 2:27 PM
তাহিরপুরে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ
সারা দেশের ন্যায় তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়।
তাহিরপুর উপজেলার এসব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা অধ্যক্ষ মুহিবুর রহমান, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহিদ হাসান, প্রভাষক আসিকুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক রজব আলী, মডেল সরকারী প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মীরা রানী জোয়ারদার প্রমূখ ।