ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

তাহিরপুরে মাঝরাতে সিং খুঁড়ে গৃহবধূর ঘরে ঢুকে তিন লক্ষাধিক টাকা চুরি

#

শওকত হাসান

১৬ নভেম্বর, ২০২৪,  9:04 PM

news image

তাহিরপুর প্রতিনিধি ।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সিং খুঁড়ে মাঝরাতে এক গৃহবধূর ঘরে ঢুকে চুরির অভিযোগ উঠেছে।

চুরির ঘটনাটি গত মঙ্গলবার রাতে উপজেলার বালিজুরী ইউনিয়নের কলাপাড়া গ্রামে শামীম আহমদের বাড়িতে ঘটে। অভিযুক্ত যুবক এই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে অলি মিয়া।

এ নিয়ে শামীমের স্ত্রী গৃহবধূর তমা মনি তাদের জমানো তিন লাখ টাকা ও একটি গ্যাসের চুরি এবং পরের দিন সকালে অলি মিয়া ও তার স্বজনরা তাদের উপর হামলা করা হয় এমন একটি লিখিত অভিযোগ করেন তাহিরপুর থানায়।

অভিযোগ সূত্র জানায়, অভিযুক্ত অলি মিয়া সিং খুঁড়ে রাতের অন্ধকারে শামীমের ঘরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের ঘুমন্ত অবস্থায় রেখে তিন লাখ টাকা ও চুলা নিয়ে পালিয়ে যাওয়ার সময় গৃহবধূ তমা মনি টের পায়। তখন তাৎকালিক তমা ঘুম থেকে উঠে লাইট অন করলে অলি মিয়াকে দেখতে পায়। এসময় অলি মিয়ার হাতে ধারালো অস্র থাকায় থাকে আটকানো যায়নি। পরে চিৎকার শুনে পাশের ঘরের লোকজন আসলে দেখতে পায় তাদের জমানো তিল লাখ টাকা ও গ্যাসের চুলা নাই। পরে সকালে বিষয়টি নিয়ে আলোচনা হলে অলি মিয়া তার স্বজনদের নিয়ে শামীম আহমদের বাড়িতে হামলা করে। এসময় তাদের হামলায় তমা মনি ও তার মা চম্পা বেগম আহত হয়। চম্পা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভার্তি করা হয়।

এঘটনা সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার এএসআই মোফাজ্জল হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ