তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন
শওকত হাসান
১৮ অক্টোবর, ২০২২, 11:08 PM
শওকত হাসান
১৮ অক্টোবর, ২০২২, 11:08 PM
তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন
তাহিরপুর প্রতিনিধিঃ
তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৮অক্টোবর) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউপি'র সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সদস্য নবাব মিয়া, কুতুব উদ্দিন, উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি আলম জিলানী সুহেল, সাধারন সম্পাদক চন্দন তালুকদার, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই কালাচান, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মইনুল হক, সদর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কৃপেশ তালুকদার, ইউপি সদস্য জয় রায় প্রমূখ।
অপরদিকে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনেও শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) মো. সাদিউর রহিম জাদিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।