দূর্নীতি প্রতিরোধের পক্ষ থেকে মেয়র মুহিবুর রহমানকে সংবর্ধনা
মোঃ জিতু আহমদ
১৭ জানুয়ারি, ২০২৩, 10:24 PM
মোঃ জিতু আহমদ
১৭ জানুয়ারি, ২০২৩, 10:24 PM
দূর্নীতি প্রতিরোধের পক্ষ থেকে মেয়র মুহিবুর রহমানকে সংবর্ধনা
ওসমানীনগর প্রতিনিধিঃ বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখায় বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার পৌরসভাস্থ মেয়র মুহিবুর রহমাননের বাস ভবনে সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এড.রন চন্দ্র দেবের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথিে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।
অনুষ্টানে বক্তারা বলেন, রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা গেলে সেটা বেশি কাজে দেয়। আমরা যদি আমাদের শুভবুদ্ধি, মূল্যবোধ, দেশপ্রেম দিয়ে দুর্নীতি প্রতিরোধ করতে পারি, তাহলে দুর্নীতি দমন নিয়ে যে নানা প্রশ্ন রয়েছে, তা দ্বিতীয় স্তরে নেমে আসবে। দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ পরিষদের পাশে আমরা আছি, থাকব। শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) একার পক্ষে দুর্নীতি দমন করা সম্ভব নয়। এর জন্য সর্বস্তরে মূল্যবোধ সৃষ্টি এবং সচেতনতা বাড়াতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এফাজ তালুকদার,প্রধান পৃষ্ঠপোষক ও সহ-সভাপতি মোছাঃ রেছনা বেগম,যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন রানা,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাকির আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলু রহমান,সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন,সাধারণ সম্পাদক মো:আলমগীর হোসেন টিপু,সাংগঠনিক সম্পাদক নাদিম হুসাইন দিপু,যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লায়েছ,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমেল,বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান,সমন্বয় কমিটির সদস্য আলকাছ আলী,সোহাগ মিয়া প্রমুখ।
অনুষ্টান শেষে মেয়র মুহিবুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ পরিষদের নেতৃবৃন্দরা।