দেশে দেড় বছর পর অন-অ্যারাইভাল ভিসা চালু
নিজস্ব প্রতিনিধি
০৪ ডিসেম্বর, ২০২১, 4:23 PM
নিজস্ব প্রতিনিধি
০৪ ডিসেম্বর, ২০২১, 4:23 PM
দেশে দেড় বছর পর অন-অ্যারাইভাল ভিসা চালু
করোনার সংক্রমণ কমায় দেড় বছরেরও বেশি সময় পর বিদেশিদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) চালু করেছে সরকার। কোভিড-১৯-এর সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের ১৫ মার্চ থেকে এ ভিসা দেওয়া বন্ধ ছিল।
এখন থেকে চারটি শ্রেণিতে যথাক্রমে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক ও তাঁদের স্বামী, স্ত্রী ও সন্তান; কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারী বিদেশি নাগরিক; বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী এবং বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কোনো সরকারি সভা, সেমিনার, কনফারেন্স বা অন্য কোনো ইভেন্টে অংশ নিতে আসা বিদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া যাবে।
পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে গত ১ ডিসেম্বর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে ২০২০ সালের ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম দফায় বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়। এরপর কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়। করোনার সংক্রমণ বেড়ে গেলে গত বছরের ১৬ জুন থেকে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছাড়া সব দেশের নাগরিকদের জন্য অনির্দিষ্টকালের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছিল।
চার শ্রেণির মানুষের বাইরেও প্রয়োজনবোধে বিশেষ বিবেচনায় সুরক্ষা সেবা বিভাগের অনুমোদন নিয়ে নির্দিষ্ট কোনো ভ্রমণকারীকে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া যেতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে।
অন-অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে আসা যাত্রীদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত কোভিড-১৯ প্রটোকল অনুসরণ করতে হবে।