নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালন
আলী জাবেদ মান্না
২৯ অক্টোবর, ২০২২, 2:44 PM
আলী জাবেদ মান্না
২৯ অক্টোবর, ২০২২, 2:44 PM
নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালন
স্টাফ রিপোর্টার: কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র শান্তি শৃংখলা সর্বত্র" এই শ্লোগানের মধ্য দিয়ে নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালন করা হয়েছে। (২৯ অক্টোবর ) শনিবার সকালে নবীগঞ্জ থানা প্রাঙ্গন থেকে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাজার প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ডালিম আহমেদের সভাপতিত্বে এবং এসআই বিজয় দেবের পরিচালায় এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহিন দেলোয়ার। এতে বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ,ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো রাকিল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমূখ। উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবক সভাপতি আনোয়ার হোসেন মিঠু,সাবেক সভাপতি এটিএম সালাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া,উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ছৈইফা রহমান কাকলী,পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, সাংবাদিক ফুয়াদ হাসান রাজন, অঞ্জন রায়,অধ্যক্ষ নজির আহমদ,শেখ আব্দুল হাকিম,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য মায়া রানী দাশসহ কমিউনিটি পুলিশিং কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহিন দেলোয়ার বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ জনগনের দূরত্ব কমে এসেছে। বর্তমান সরকারের আমলে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মামলার সংখ্যা কমেছে যার সুফল সাধারন মানুষ তা ভোগ করছে।