নবীগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন শাহীন দেলোয়ার
স্বপন রবি দাস
০৪ সেপ্টেম্বর, ২০২২, 8:21 PM
স্বপন রবি দাস
০৪ সেপ্টেম্বর, ২০২২, 8:21 PM
নবীগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন শাহীন দেলোয়ার
নবীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শাহীন দেলোয়ার।
বুধবার (৩১আগস্ট) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ফুলের তোড়া দিয়ে নবাগত উপজেলা সহকারী(ভূমি) কমিশনার শাহীন দেলোয়ারকে স্বাগত জানান। পরে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে দায়িত্ব বুঝিয়ে দেন,উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাও কর্মচারীগন উপস্থিত ছিলেন। শাহীন দেলোয়ার এর আগে মৌলভীবাজার জেলা ডিসি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ির সিলেটের সুনামগঞ্জ জেলার তাহিরপুর গ্রামে।
নবীগঞ্জ উপজেলা নবাগত সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, আমি আশা করছি নবীগঞ্জবাসী আমাকে সহযোগিতা করলে আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারবো। দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।