নবীগঞ্জ শাখাবরাক নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার
স্বপন রবি দাস
২৫ জুন, ২০২২, 11:48 PM
স্বপন রবি দাস
২৫ জুন, ২০২২, 11:48 PM
নবীগঞ্জ শাখাবরাক নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের শাখা বরাক নদী থেকে অজ্ঞাত পরিচয়বিহীন (২১)বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। আজ শনিবার দুপুরে শাখা বরাক নদীতে ভাসমান অবস্থায় এই লাশটি পাওয়া যায় স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে জানানো হয় তারপর খবর পেয়ে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।তাৎক্ষণিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি আবুল খায়ের চৌধুরী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মরাদেহের কোন পরিচয় সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি আবুল খায়ের চৌধুরী জানান,মরদেহর পরিচয় এখনও জানা যায়নি।পরিচয় শনাক্তের জন্য হবিগঞ্জ পিবিআই টিম কাজ করছে। ময়না তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।