পর্দা নামলো আলীপুর প্রিমিয়ার লীগ (ফুটবল) এর
মোঃ জামাল উদ্দিন
১১ মার্চ, ২০২৩, 7:37 PM
মোঃ জামাল উদ্দিন
১১ মার্চ, ২০২৩, 7:37 PM
পর্দা নামলো আলীপুর প্রিমিয়ার লীগ (ফুটবল) এর
মোঃ জামাল উদ্দিন ।। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী চলমান( A.P.L) এ.পি.এল আলীপুর প্রিমিয়ার লীগের সফল সমাপ্তি সম্পন্ন হয়।
শনিবার বিকাল ৩ ঘটিকার সময় শুরু হওয়া ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি শক্তিশালী দল আলীপুর ভাই কিংস এবং আলীপুর আলহামদুলিল্লাহ একাদশ।
উত্তেজনাপূর্ণ ফুটবল খেলায় প্রথমার্ধের শেষ মিনিটে আলহামদুলিল্লাহ একাদশের জালে একটি গোল দিয়ে ১ শূন্যতে এগিয়ে যায় আলীপুর ভাই কিংস।
এরপর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলমান খেলায় আলহামদুলিল্লাহ একাদশ কোন গোলের দেখা না পেলেও সুযোগের সদ্ব্যবহার করে আরো একটি গোল আদায় করে নেয় আলীপুর ভাই কিংস। অবশেষে ২ শূন্য গোল জয় লাভ করে আলীপুর ভাই কিংস।
সবশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।খেলায় প্রথম পুরস্কার ছিল একটি ওয়ালটন ফ্রীজ এবং দ্বিতীয় পুরস্কার ছিল একটি ২৪ ইঞ্চি ওয়ালটন এলইডি টেলিভিশন
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং সুরমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ হারুন অর রসিদ,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বগুলা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ জামাল উদ্দিন, আলীপুর মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম, আলীপুর প্রিমিয়ার লীগ আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান,
আরে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য আল ইসলাম, মহিন, মুহিবুর,জয়নাল,সজীব,মামুন, নজরুল, শুভ।উক্ত খেলায় সভাপতিত্ত্ব করেন মৎস্য ব্যবসায়ী শহীদ মিয়া।
সর্বশেষে আমন্ত্রিত অথিতিদের মাধ্যমে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আলীপুর প্রিমিয়ার লীগের সফল সমাপ্তি সম্পন্ন হয়।