পাকিস্তানের হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত, দাবি কর্মকর্তাদের
১৮ এপ্রিল, ২০২২, 12:06 PM
NL24 News
১৮ এপ্রিল, ২০২২, 12:06 PM
পাকিস্তানের হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত, দাবি কর্মকর্তাদের
অনলাইন ডেস্ক : আফগানিস্তানে কর্মকর্তারা দাবি করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে ।
আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে গত শুক্রবার রাতে ওই হামলা চালানো হয়। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানি সামরিক বাহিনীর ওপর হামলা বৃদ্ধির অভিযোগ এনে এ পাল্টা হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় আফগানিস্তানের নাগরিকরা গত শনিবার ও গতকাল রবিবার বিক্ষোভ করেছেন। কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছিল।
পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা করেছে আফগানিস্তান সরকার। আফগানিস্তান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়েতুল্লাহ খাওয়ারাজিমি বলেছেন, ‘কোনো দেশের উচিত নয় আফগানিস্তানের ধৈর্য পরীক্ষা করা। আফগানরা কোনো আগ্রাসনের বিরুদ্ধে চুপ ছিল না।’