প্রতিষ্ঠার ৪৫ বছর পর প্রথম সিজার তাহিরপুর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে
শওকত হাসান
২৬ জানুয়ারি, ২০২৩, 8:28 PM
শওকত হাসান
২৬ জানুয়ারি, ২০২৩, 8:28 PM
প্রতিষ্ঠার ৪৫ বছর পর প্রথম সিজার তাহিরপুর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে প্রতিষ্ঠার ৪৫ বছর পর সিজারিয়ান সেকশন চালু করে চিকিৎসা সেবায় আরও এক ধাপ এগিয়ে গেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বুধবার দুপুরে হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অস্ত্রোপচারের মাধ্যমে চালু হয় মায়েদের সিজারিয়ান সেকশন।
১৯৭৮ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু হয়। প্রায় ৪৫ বছর পর অস্ত্রোপচারের মাধ্যমে প্রথমে প্রসূতি শাবানা বেগম কন্যা সন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার করেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আহমেদ হোসাইন।
এ সময় উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মির্জা রিয়াদ হাসান, অ্যানাস্থোলজিস্ট শুভ্র দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা. জুনায়েদ সরকার, ডা. শাফিকুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সেবিকাগণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান সেকশন চালু হওয়ায় স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আহমেদ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা সহ যারা সহযোগীতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আহমেদ হোসাইন জানান, হাওর বেষ্টিত এ উপজেলায় অসহায় মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে সিজারিয়ান সেকশন চালু হয়েছে। এখন থেকে তাদের আর জেলা শহর ও বিভাগীয় শহরে যেতে হবে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এর সমাধান হবে ইনশাআল্লাহ।
তাহিরপুর উপজেলা চিকিৎসা সেবায় আরোও এক ধাপ এগিয়ে গেল। চিকিৎসা সেবা এগিয়ে নিতে আমরা সব সময় সর্বোচ্চ কাজ করে যাবো। যাতে করে মানুষ সহজে সেবা পেতে পারে।