প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য; ক্ষমা চাইলেন আলাল
১৪ ডিসেম্বর, ২০২১, 11:15 AM
NL24 News
১৪ ডিসেম্বর, ২০২১, 11:15 AM
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য; ক্ষমা চাইলেন আলাল
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য নিয়ে সমালোচিত হওয়ায় বক্তব্যটি প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আজ মঙ্গলবার আলালের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ কথা জানান।
ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশবাসীর উদ্দেশে সৈয়দ মোয়াজ্জেম আলাল বলেন, ‘আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সঙ্গত কারণেই সকল দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে ইচ্ছাকৃত কারও সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমিতো ভুলের ঊর্ধ্বে নই।’
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, ‘তাই বলছি আমার কথায় যারা কষ্ট পেয়েছেন, আঘাত প্রাপ্ত হয়েছেন, তাদের সকলের নিকট আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে উক্ত বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।’