ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

প্রধান উপদেষ্ঠার ত্রাণ তহবিলে বড়লেখায় এফআর মুহিউস-সুন্নাহ একাডেমির অর্থ প্রদান

#

১০ সেপ্টেম্বর, ২০২৪,  12:32 PM

news image

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: নোয়াখালী, ফেনী, লক্ষীপুর ও কুমিল্লা জেলার উপর দিয়ে সম্প্রতি আকস্মিক বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদানের আহবান জানানো হয়। এ আহবানে সাড়া দিয়েছেন বড়লেখার দ্বীনি বিদ্যাপিঠ এফ.আর মুহিউস-সুন্নাহ একাডেমি এবং আয়েশা সিদ্দিকা রা. ও নেকরুজা খাতুন মহিলা মাদ্রাসাদ্বয়ের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসি হাজি ফাইজ মোহাম্মদ রহমান। 


বন্যায় বিপর্যস্ত মানুষের জন্য সুদূর লন্ডন থেকে প্রধান উপদেষ্ঠা ড. মুহাম্মদ ইউনুসের ত্রাণ ও কল্যাণ তহবিলে তিনি পাঁচ লাখ পাঠিয়েছেন। রোববার দুপুরে তার পক্ষ থেকে বড়লেখা ইউএনও নাজরাতুন নাঈমের হাতে এই ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। 


এসময় উপস্থিত ছিলেন বড়লেখা এফ.এম মুহিউস-সুন্নাহ একাডেমির ভারপ্রাপ্ত  মুহতামিম মাওলানা তায়্যিবুর রহমান, শিক্ষা সচিব মাওলানা মীর নাঈম হাসান, পরিচালনা ও শুরা কমিটির সহসভাপতি এবং আজিমগঞ্জ জামেয়া ইসলামীয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল কাদির, বড়খলা বশিরিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা নজরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রব, দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা কাওছার আহমদ, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যাপক  মোশাররফ হোসেন সবুজ, অধ্যাপক বেলাল উদ্দিন, মাওলানা খলিলুর রাহমান, আব্দুল হক্ব ক্বাসিমী, আরিফ আহমদ, সাবেক শিক্ষক রিয়াজুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাউন্টেন্ড রেজাউল ইসলাম মিন্টু, শিক্ষানুরাগি নুরুল হক প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ