প্রবাসীকে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ জিতু আহমদ
১৮ সেপ্টেম্বর, ২০২৪, 12:17 AM
মোঃ জিতু আহমদ
১৮ সেপ্টেম্বর, ২০২৪, 12:17 AM
প্রবাসীকে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ
যুক্তরাজ্যে বসবাসরত বিগত দেড় বছর ধরে আসেননি বাংলাদেশে,নেই কোনো রাজনৈকি দলের সাথে সম্পৃক্ত তারপরও রাজনৈতিক মামলার আসামী হয়েছেন ওসমানীনগরের ইকবাল আহমদ (৪৪)। তিনি উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের তিলাপাড়া মুক্তারপুর গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে।
উদ্দেশ্য প্রনোদিত ভাবে ইকবাল আহমেদকে হেওপ্রতিপন্ন করে হয়রানির করার জন্য তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়ে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে প্রবাসী ইকবাল আহমদের ভাতিজা ইলিয়াছ আলী এসব দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমার চাচা ইকবাল আহমদ একজন ব্রিটিশ নাগরিক স্বপরিবারে যুক্তরাজ্য থাকেন।। প্রায় দেড় বছর পূর্বে দেশে এসেছিলেন। এরপর আর দেশে আসেন নাই। উদ্দেশ্য প্রনোধিতভাবে গত ২ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানাধীন একটি মারামারি ও নাশকতার মামলায়(মামলা নম্বার-৪৪১১৫/১) তাকে আসামি করা হয়। আমার চাচার ব্যক্তিগত ইমেজ নষ্ট করা বা তার পরিবারকে ধ্বংস করার জন্য এক শ্রেণির সুবিধাভোগী মানুষ মামলায় চাচাকে জড়িয়েছে। মামলার বাদিসহ সংশ্লিষ্ট কারো সাথে আমার চাচার সম্পর্ক নেই কাউকে তিনি চিনেনও না। আমার চাচা বাংলাদেশে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। দেশের কয়েকটি সামাজিক সংগঠনের সাথে কাজ করেন। সামাজিক ভাবে এলাকায় চাচার সুনাম রয়েছে। এজন্য প্রতিহিংসায় তাকে মামলায় জড়ানো হয়েছে।
এছাড়া সংবাদ সম্মেলনে ইলিয়াছ আহমদ অভিযোগ করে বলেন, আমি নিজেও কোনো রাজনৈকি দলের সাথে জড়িত নয় কিন্ত আমাকেও একবার ছাত্রদরের নেতা বলে দক্ষিণ সুরমায় আরেকবার গোয়াইনঘাট থানায় আওয়ামী লীগ বলে দুটি মামলায় উদ্দেশ্য প্রনোদিতভাবে হয়রানির জন্য আসামী করা হয়েছে। আ মি এবং আমার চাচা যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমদকে হয়রানিমূলক মামলা থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আকুল আবদেন জানাচ্ছি।
যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমদ মুঠোফোনে বলেন, কে বা কারা আমাকে দক্ষিণ সুরমায় একটি রাজনৈতিক মামলায় আসামি করেছে। আমাকে হয়রানী ও আমার মানসম্মান ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্র করে মামলায় জড়িয়েছে। আমি প্রশাসনের নিরপক্ষ তদন্তের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দাবী জানাচ্ছি।
দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন বলেন,তদন্ত কালে যদি কেউ দেশের বাইরে থাকে অথবা নিরপরাধ প্রমানিত হয় তখন তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হবে।