বড়লেখায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ৫ ফার্মেসীকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর, ২০২২, 6:35 PM
নিজস্ব প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর, ২০২২, 6:35 PM
বড়লেখায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ৫ ফার্মেসীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলার বড়লেখায় ৫টি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে ২৮,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা উপজেলার উত্তর চৌমুহনী বাজার ও দাসের বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বড়লেখা থানা পুলিশ অভিযানে সহায়তা করে।
অভিযানে অবৈধভাবে মিসব্রান্ডেড, মেয়াদ উত্তীর্ণ, আনরেজিস্টার্ড, ড্রাগ লাইসেন্স নবায়ন ছাড়া ঔষধ মজুদ, প্রদর্শন ও বিক্রয় করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের আওতায় ড্রাগ অ্যাক্ট-১৯৪০ এর ১৮ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারায় ৫ টি মামলায় ৫ টি ফার্মেসি মালিককে ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এসময় প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালন করেন ঔষধ তত্ত্বাবধায়ক মৌলভীবাজার সিরাজুম মনিরা।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।