ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

বন্যায় ওসমানীনগরে স্বাস্থ্য সেবা হুমকির মুখে

#

মোঃ জিতু আহমদ

২৪ জুন, ২০২২,  11:34 PM

news image

বন্যায় ওসমানীনগরে স্বাস্থ্য সেবা হুমকির মুখে!

মাঠে ৮টি ভ্রাম্যমান মেডিকেল টিম। 


সিলেটের ওসমানীনগরে বন্যার পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে ধীরগতিতে বন্যার পানি কমতে শুরু হয়। বন্যার পানিতে উপজেলায় ২৩টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে প্রায় ২০টি ক্লিনিকে এখনো পানিতে তলিয়ে রয়েছে। ফলে স্বাস্থ্য সেবা হুমকির মুখে রয়েছে। পানিবাহিত রোগ প্রতিরোধে ৮টি ভ্রাম্যমান মেডিকেল টিম মাঠে কাজ করে যাচ্ছে।

জানা গেছে, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় দেড় শতাধিক গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। এতে উপজেলার আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। গত ১সপ্তাহ পানিবন্দি থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে ধীর গতিতে পানি কমায় আশ্রয়কেন্দ্র থাকা ও পানিবন্দিরা স্বস্থির নিঃশ্বাস ফেলছেন। কুশিয়ারা নদীর তীরবর্তী সাদিপুর এলাকায় ২ থেকে ৩ ইঞ্চি বন্যার পানি কমেছে। তাই আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতেও প্রস্থুতি নিচ্ছেন কেউ কেউ। বন্যায় অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের কাঁচা বাড়ি ঘর ভেঙ্গে গেছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে গিয়ে বাড়ি ঘরের খোঁজ খবরও নিচ্ছেন কেউ কেউ। বন্যায় বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হওয়ায় দূর্ভোগ এখন আরো বারবে। বন্যা আক্রান্তদের ত্রাণ সহায়তায় সরকারের পাশিাপাশি ব্যক্তি উদ্যোগে এবং কয়েকটি সামাজিক সংগঠনসহ প্রবাসী সংগঠন এগিয়ে এসছেন। তবে দূর্গত এলাকায় ত্রাণ হায়তা পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে উপজেলার সীমান্তবর্তী এলাকার বন্যা আক্রান্তরা জানছেন।

আশ্রয়কেন্দ্রে থাকা শহিদা দিলোয়ার বলেন, বন্যায় আাদের সব কিছু নিয়ে গেছে। ঘরের অসবাবপত্রসহ মাঠির ঘরটি ক্ষতিগ্রস্ত রয়েছে। ঘর মেরামত করতে পারবো কি না জানি না। পানি কমছে দু একদিনের ভিতরে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে যাবো।  

এদিকে, বন্যায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্যা আক্রান্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে ৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। দূর্গত এলকায় গিয়ে বন্যায় আক্রন্তদের স্বাস্থ্যসেবা প্রদান করছেন তারা। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাহারুল ইসলাম জানান, বেশির ভাগ কমিউনিটি ক্লিনিকে পানি থাকায়  বন্যা আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভ্রাম্যমান ৮টি মেডিকেল টিম মাঠে কাজ করে যাচ্ছে। বন্যার পানিতে টিওয়ব ওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট কাটিয়ে উঠতে ইতিমধ্যে বন্যা আক্রান্তদের মধ্যে পানি বিশুদ্ধকরণ ১০ হাজার ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ