ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

বন্যায় ক্ষতিগ্রস্থদের বালাগঞ্জ ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট’র ৩ লক্ষ টাকা অনুদান

#

মোঃ জিতু আহমদ

২৬ নভেম্বর, ২০২২,  12:33 AM

news image

ওসমানীনগর প্রতিনিধি: যুক্তরাজ্যে বসবাসরত বালাগঞ্জ ইউনিয়নের প্রবাসীদের সংগঠন বালাগঞ্জ ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রায় ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। ট্রাস্টের ‘বন্যা পূনর্বাসন প্রকল্পের’ আওতায় বালাগঞ্জ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের ৮১টি পরিবারের মধ্যে নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়। ২৪নভেম্বর বিকেলে বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে নগদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। ট্রাস্টের সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, ট্রাস্টের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আজিজুল কালাম, চেয়ারম্যান আব্দুল মুনিম। বক্তৃতা করেন, বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমদ হোসেন মাছুম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মুনসুর। অনুষ্ঠানে বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনির হোসেন, ইউপি সদস্য মুনসুর আহমদ ও ছমিরুন নেছাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান। বালাগঞ্জ ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট ইউকে’র সভাপতি আতাউর রহমান আতা বলেন, ট্রাস্ট গঠনের পর থেকে আমরা দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছি। বন্যাকালীন সময়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, আর্থিক সহায়তা দিয়েছি। যুক্তরাজ্যে বসবাসরত ভাই-বন্ধুদের অন্তর্ভুক্ত করে ট্রাস্টের কার্যক্রমকে আরো গতিশীল করা হবে। এতে সকলের সহযোগীতার প্রয়োজন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ