ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

বর্ণমালা পাবলিকেশন ও বর্ণমালা ডিজিটাল সাইন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

#

মোস্তফা বকস

১০ অক্টোবর, ২০২৪,  10:35 PM

news image

মোস্তফা বকস্  ।।  দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান এমএসথ্রি টেকনোলজি বিডি প্রা. লি. এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে শহরের জিন্দাবাজারে বর্ণমালা পাবলিকেশন ও বর্ণমালা ডিজিটাল সাইন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।


আজ বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ খ্রি. সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ওয়ানসিটি বঙ্গবাজারে প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল। 



কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক ও এমএসথ্রি টেকনোলজি বিডি লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইয়াহইয়ার সভাপতিত্বে এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক মো: মুহিব উল্লাহ'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিক্ষক ফোরামের সভাপতি ও খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন, সিলেট জেলা শিক্ষক সমিতির সভাপতি ও রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন আহমদ, জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, মৌলভীবাজার জেলা আইসিটি এম্বাসেডর ও পাকশাইল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা আইসিটি এম্বাসেডর ও প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা আইসিটি এম্বাসেডর ও প্রধান শিক্ষক মোহাম্দ কবিরুল ইসলাম, তালিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ মালিক ও প্রধান শিক্ষক সাজিদ মিয়া।


বর্ণমালা ডিজিটাল সাইন এ মূলত সব ধরনের স্কুল পণ্য যেমন শিক্ষার্থীর আইডি কার্ড, ব্যাজ ও শোল্ডার, ডায়রী খাতাসহ টি-শার্ট, কলম, ক্যাপ, ক্রেস্ট, ব্যানার, ফেস্টুন, স্টিকার, লিফলেট, পোস্টার, ভিজিটিং কার্ড, ক্যাশমেমোসহ যাবতীয় UV ও লেজার প্রিন্টিং এর কাজ করা হবে। 


বর্ণমালা পাবলিকেশন এ আধুনিক প্রশ্নব্যাংকসহ সবধরনের গল্প ও কবিতার বই, সাহিত্য ও সহায়ক বই, ভ্রমণকাহিনী ও আত্মজীবনীসহ সকল ধরনের প্রকাশনা সেবা প্রদান করা হবে। 


প্রসঙ্গত, এমএসথ্রি টেকনোলজি বিডি প্রা. লি. এর দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে সবধরনের সফটওয়্যার ও আইটি সেবা দিয়ে আসছে ৮ বছর থেকে। বিশেষত কোম্পানীর সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্যাইজড শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার বর্ণমালা এখন সিলেট ডিভিশনসহ সারাদেশে বেশ জনপ্রিয়। বর্ণমালা অটোমেশন সফটওয়্যার ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম যেমন পরীক্ষা ও ফলাফল ব্যবস্থপনা, শিক্ষার্থীর ভর্তি, আর্থিক ব্যবস্থপনাসহ সকল ধরনের কাজ অত্যন্ত নিখুত ও নির্ভুলভাবে করা যায়। প্রায় চার শতাধিক প্রতিষ্ঠানের এখন বর্ণমালা সফটওয়্যার একটিভ রয়েছে। স্বল্প খরচে ও মান সম্মত সেবা নিশ্চিত করায় প্রতিষ্ঠানটির জনপ্রিয় দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ