ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত চালু

#

০৮ এপ্রিল, ২০২২,  2:03 PM

news image
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর

অনলাইন ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ।

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াতে সম্মত হয়েছে দুই দেশ।

বাংলাদেশ-ভারত ভ্রমণ ভিসায় এখন থেকে রুট পারমিট উল্লেখ সাপেক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দুই দেশের যাতায়াত করতে পারবেন।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ হয়ে যায় যাত্রী পারাপার। করোনার প্রভাব কমে যাওয়ায় ফের আগের মতোই এই রুট ব্যবহার করে ভারত ভ্রমণ করতে পারবে। গত ৭ এপ্রিল বৃহস্পতিবার উভয় দেশের সংশ্লিষ্টদের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ইমিগ্রেশন) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন থেকে নতুন কোন ভিসা ইস্যু হলে এবং বাংলাবান্ধা স্থলবন্দর রুট উল্লেখ থাকলে ভিসাধারীরা এই চেকপোস্ট দিয়ে দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন।

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, করোনা মহামারীর কারণে জরুরি সব রকমের ভিসায় বাংলাবান্ধা দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতের অনুমতি ছিল না। বৃহষ্পতিবার থেকে ভিসা আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বাংলাবান্ধা চেকপোস্ট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। এজন্য নতুন ভিসায় এই রুট উল্লেখ থাকলে যে কেউ এই চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ