বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত চালু
০৮ এপ্রিল, ২০২২, 2:03 PM
![logo](https://sylhetbdnews.com/frontend/assets/images/home/logo.png)
NL24 News
০৮ এপ্রিল, ২০২২, 2:03 PM
![news image](https://sylhetbdnews.com/images/news/1649405007.jpg)
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত চালু
অনলাইন ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ।
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াতে সম্মত হয়েছে দুই দেশ।
বাংলাদেশ-ভারত ভ্রমণ ভিসায় এখন থেকে রুট পারমিট উল্লেখ সাপেক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দুই দেশের যাতায়াত করতে পারবেন।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ হয়ে যায় যাত্রী পারাপার। করোনার প্রভাব কমে যাওয়ায় ফের আগের মতোই এই রুট ব্যবহার করে ভারত ভ্রমণ করতে পারবে। গত ৭ এপ্রিল বৃহস্পতিবার উভয় দেশের সংশ্লিষ্টদের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ইমিগ্রেশন) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন থেকে নতুন কোন ভিসা ইস্যু হলে এবং বাংলাবান্ধা স্থলবন্দর রুট উল্লেখ থাকলে ভিসাধারীরা এই চেকপোস্ট দিয়ে দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, করোনা মহামারীর কারণে জরুরি সব রকমের ভিসায় বাংলাবান্ধা দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতের অনুমতি ছিল না। বৃহষ্পতিবার থেকে ভিসা আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বাংলাবান্ধা চেকপোস্ট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। এজন্য নতুন ভিসায় এই রুট উল্লেখ থাকলে যে কেউ এই চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন।