ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

বায়ু দূষণে শীর্ষে বাংলাদেশ

#

নিজস্ব প্রতিনিধি

২২ মার্চ, ২০২২,  7:03 PM

news image

বায়ু দূষণে ২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর-মধ্য আফ্রিকার দেশ চাদ, পাকিস্তানের অবস্থান তৃতীয়, পঞ্চম স্থানে রয়েছে ভারত। ২০২১ সালের বিশ্বের বায়ুর মানের ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার।

আইকিউএয়ারের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশের মধ্যে সবচেয়ে দূষিত বায়ু ছিল বাংলাদেশের। বিশ্বের ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুমানের তথ্য বিশ্লেষণ করে এক সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালে একটি দেশও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রত্যাশিত বায়ুমান বজায় রাখতে পারেনি। 

ডব্লিউএইচও প্রত্যাশিত বায়ুমান নির্দেশিকা অনুযায়ী, বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা পিএম ২.৫-এর পরিমাণ প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হলেই ওই বাতাসকে আর স্বাস্থ্যকর বলা যাবে না। এ বস্তুকণার অল্প ঘনত্বও স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। 

আইকিউ এয়ারের প্রতিবেদন বলছে, সমীক্ষার ৬ হাজার ৪৭৫টি শহরের মধ্যে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ শহরের বাতাসে ডব্লিউএইচও প্রত্যাশিত বায়ুমান পাওয়া গেছে। আর প্রায় ১০০টি শহরে পিএম ২.৫-এর মাত্রা ছিল ওই গ্রহণযোগ্য মাত্রার ১০ গুণ বেশি।

বাংলাদেশের বাতাসে পিএম ২.৫-এর গড় পরিমাণ ছিল ৭৬ দশমিক ৯ মাইক্রোগ্রাম, সমীক্ষার আওতাধীন ১১৭টি দেশ ও অঞ্চলের মধ্যে যা সর্বোচ্চ। এই হিসাব অনুযায়ী, গত বছর বিশ্বে বাংলাদেশের বাতাস ছিল সবচেয়ে দূষিত। সাতটি দেশে এই পরিমাণ ছিল ৫০ মাইক্রোগ্রামের বেশি, যার মধ্যে পাকিস্তান তালিকার তৃতীয়, আর তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ভারত। 

এদিকে সবচেয়ে দূষিত দেশের পাশাপাশি দূষিত শহর ও রাজধানীর তালিকাও প্রকাশ করেছে আইকিউএয়ার। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়, যেখানে পিএম ২.৫-এর গড় পরিমাণ ৭৮ দশমিক ১ মাইক্রোগ্রাম। দূষিত রাজধানীর তালিকায় শীর্ষে ভারতের দিল্লি। 

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালে মধ্য ও দক্ষিণ এশিয়ায় বায়ুর মান সবচেয়ে খারাপ ছিল। বিশ্বের ৫০টি দূষিত শহরের মধ্যে ৪৬টিই এই অঞ্চলের। আইকিউএয়ার ২০১৮ সাল থেকে বায়ুমান নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। প্রতিবারই বায়ু দূষণে আক্রান্ত দেশের তালিকার প্রথম দিকেই থাকছে বাংলাদেশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ