ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

বড়দল উচ্চ বিদ্যালয়ে চাকুরী নিয়োগে অনিয়মের অভিযোগ :সকল পদে নিয়োগ পেলেন সভাপতির আত্মীয় স্বজন

#

নিজস্ব প্রতিনিধি

০৪ মে, ২০২৩,  4:04 PM

news image

তাহিরপুর প্রতিনিধি ।। তাহিরপুর উপজেলার বড়দল উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী ও আয়া পদে চাকুরী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার উপজেলার বড়দল উচ্চ বিদ্যালয়ে এ নিয়োগ পরীক্ষা অনুষ্টিত হয়। বুধবার অনিয়মের অভিযোগ এনে পরীক্ষায় অংশগ্রহণকারী তারেক হোসেন, সেজল মিয়া, হকচাঁন, আলম ও মাফরোজা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দুর্নীতি দমন কমিশন এর চেয়ারম্যান ঢাকা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের অনুলিপি বিভাগীয় পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সিলেট, উপজেলা নির্বাহী অফিসার, তাহিরপুর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহিরপুরকে দেয়া হয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ, সভাপতি ও ম্যানেজিং কমিটির আত্মীয়-স্বজনকে নিয়োগ দেওয়া হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি বাহা উদ্দিন বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। কিন্তু ঐ কলেজের অধ্যক্ষ বাহা উদ্দিনকে কোন স্কুলের সভাপতি হওয়ার জন্য অনুমতি দেন নাই। সভাপতি বাহা উদ্দিন একজন জামাত নেতা হিসাবে গুরুত্বপূর্ন দায়িত্বে আছেন। নিয়োগ পরীক্ষা চলাকালে সভাপতি বাহা উদ্দিন তার আপন ভাগ্না আনাছ মিয়াকে উত্তর বলে দেওয়ার সময় অফিস সহায়ক পদের প্রার্থী সেজল মিয়া সভাপতিকে বললে, তাকে ধমক দিয়ে থামিয়ে দেন সভাপতি। এক পর্যায়ে পরীক্ষার হলে বিশৃঙ্খলা দেখা দিলে সভাপতি বাহাউদ্দিন হলরুম ত্যাগ করেন। পরবর্তীতে ফলাফল ঘোষনার সময় দেখা যায়, অফিস সহায়ক পদে সভাপতির আপন ভাগ্না আনাছ মিয়া, পরিচ্ছন্নতা কর্মী পদে ম্যানেজিং কমিটির সদস্য বশির মিয়ার, মেয়ের জামাতা হুসাইন আহমদ, নৈশ প্রহরী পদে সভাপতির সম্পর্কে ভাই আনিসুল হক এবং আয়া পদে সভাপতির ভাতিজার স্ত্রী মাকলুকাকে অনিয়ম করে নিয়োগ দেওয়া হয়। পরীক্ষার সময় ২ ঘটিকা উল্লেখ থাকলেও পরীক্ষা নেয়া হয় বিকাল ৫ টার পর । পরীক্ষার পূর্বে সভাপতির চিহ্নিত প্রার্থীগণের মধ্যে প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ডিজি প্রতিনিধি ব্যতিরেকে পরীক্ষার ফলাফল সভাপতি একাই ঘোষনা করেন মঙ্গলবার রাত ১০ ঘটিকায়। নিয়োগ প্রসঙ্গে বড়দল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক উজ্জল মিয়া বলেন, বড়দল উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী ও আয়া পদে চাকুরী নিয়োগ পরীক্ষায় সীমাহীন দুনীতি হয়েছে। সভাপতি অনৈতিক সুবিধা নিয়ে তার গোত্রের সবাইকে চাকুরী দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়েছে। তবে সকল পদেই সভাপতির আত্মীয় স্বজন নিয়োগ পাইছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ