বড়লেখায় মাসব্যাপী কর্মসূচীর ৩১তম দিনে নিসচার বৃক্ষরোপণ
তাহমীদ ইশাদ রিপন
৩১ অক্টোবর, ২০২২, 6:20 PM
তাহমীদ ইশাদ রিপন
৩১ অক্টোবর, ২০২২, 6:20 PM
বড়লেখায় মাসব্যাপী কর্মসূচীর ৩১তম দিনে নিসচার বৃক্ষরোপণ
'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি' সরকার নির্ধারিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২২ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ ৩১তম কার্যদিবসে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩১(অক্টোবর)২২ইং পৌর শহরের ইন্টারন্যাশনাল স্কুল ও ইক্বরা ইন্টারন্যাশনাল স্কুলে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষবন্ধু নার্সারির সৌজন্যে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল হক, প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, সহকারী শিক্ষক এমাদ উদ্দিন, ইক্বরা ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক শুভ পাল, বিপুল চন্দ দাস,
নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক তপন চৌধুরী, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলাম প্রমুখ।