বড়লেখায় শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাবের ব্যবস্থাপনায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন
তাহমীদ ইশাদ রিপন
২৬ ডিসেম্বর, ২০২২, 9:38 PM
তাহমীদ ইশাদ রিপন
২৬ ডিসেম্বর, ২০২২, 9:38 PM
বড়লেখায় শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাবের ব্যবস্থাপনায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাবের ব্যবস্থাপনায় ও হলি লাইফ স্পেশালাইজড (প্রাঃ) হসপিটালের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) শাহবাজপুর মধ্যে বাজার আব্দুল আওয়াল মার্কেটের সম্মূখে সকাল ১০ টা হতে বেলা ৩ টা পর্যন্ত সর্বস্তরের জনসাধারণ ব্লাড গ্রুপ নির্ণয়ে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি তোয়াহিদুর রহমান টিপুর সভাপতিত্বে ও আরিফ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, হলি লাইফ স্পেশালাইজড (প্রাঃ) হসপিটালের ব্যবস্থাপক বিপুল চন্দ দাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, ইউপি সদস্য সেলিম খান, মন্টু মিয়া, খটই মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি খছরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা জহর পুরকায়স্থ, এনাম উদ্দিন, ছাত্রলীগ নেতা সাব্বির আহমদ, জাহিদ আহমেদসহ শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাজ উদ্দিন ও উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. রফিক উদ্দিনকে ব্লাড ডোনেট ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।