ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

বড়লেখা সরকারী কলেজে খন্ডকালিন প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ

#

তাহমীদ ইশাদ রিপন

২৮ সেপ্টেম্বর, ২০২২,  3:06 AM

news image
©SYLHETBDNEWS24LIVE

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা সরকারী ডিগ্রী কলেজে খন্ডকালিন প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এব্যাপারে ইংরেজি বিষয়ের প্রভাষক পদপ্রত্যাশী ভুক্তভোগী এমরুল হোসেন মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ বড়লেখা সরকারী কলেজের ফেসবুক পেইজে অন্যান্য বিষেয়ের সাথে ইংরেজি বিষয়ে খন্ডকালিন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি দেখে ইংরেজির প্রভাষক পদে আবেদন করেন এমরুল হোসেন। ৫ সদস্যের নিয়োগ বোর্ড গত ১৪ সেপ্টেম্বর লিখিত ও ১৫ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষার আয়োজন করে। এতে এমরুল হোসেন প্রথম হন। নিয়োগ বোর্ডের প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ডেকে নিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি মানসিকভাবে বড়লেখা ডিগ্রী কলেজে যোগদানের প্রস্তুতি নেন। কিন্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য বিশ্বস্ত সূত্রে জানতে পারেন তার নিকটকতম প্রতিদ্ব›দ্বীকে (যিনি ২০% নম্বর কম পেয়েছেন) আগামী ১ অক্টোবর যোগদানের জন্য নিয়োগ পত্র প্রদান করা হয়েছে।


ভুক্তভোগী এমরুল হোসেন জানান, লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া স্বত্তে¡ও রহস্যজনক কারণে অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে না। তিনি এব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্ঠি আকর্ষণ করেন।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, বড়লেখা ডিগ্রী কলেজের ইংরেজির খন্ডকালিন প্রভাষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী একজন প্রার্থী অনিয়মের লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ