মানিকগঞ্জে ৩০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার - ১
হৃদয় মাহমুদ রানা
০৪ আগস্ট, ২০২২, 9:21 PM
হৃদয় মাহমুদ রানা
০৪ আগস্ট, ২০২২, 9:21 PM
মানিকগঞ্জে ৩০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার - ১
মানিকগঞ্জের সিংগাইরে ৩০ লিটার দেশীয় চোলাইমদসহ মোঃ সোহেল রানা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি বগুড়া জেলার ধুনট উপজেলার শিমুলকান্দি গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
বুধবার রাত সোয়া ১১ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ব্যাপারীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৩০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, মাদক কারবারি সোহেল রানা শ্বশুরবাড়িতে থাকতো। তার বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।