মৌলভীবাজারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা, আইন ও বিধিমালা শীর্ষক ১০ দিনের কর্মশালা
নিজস্ব প্রতিনিধি
২৮ ডিসেম্বর, ২০২২, 8:57 PM
নিজস্ব প্রতিনিধি
২৮ ডিসেম্বর, ২০২২, 8:57 PM
মৌলভীবাজারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা, আইন ও বিধিমালা শীর্ষক ১০ দিনের কর্মশালা
বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ণ প্রকল্পের আওতায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
বুধবার(২৮ ডিসেম্বর) সকালে বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী’র সভাপতিত্বে এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার এর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসার ড.মো. মনিরুল হাসান খাঁন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ সাবরিনা সায়িদা শিমু ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।
১০ দিনের কর্মশালায় ফরেস্টার, বনপ্রহরী, বন্যপ্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবী সদস্য, সাংবাদিকসহ ৩০ জন অংশগ্রহণ করেন।