মৌলভীবাজারে হেলিকাপ্টারে চড়ে বিয়ে করলেন ডা: দম্পতি
মনিরুল ইসলাম
৩০ আগস্ট, ২০২২, 12:01 AM
মনিরুল ইসলাম
৩০ আগস্ট, ২০২২, 12:01 AM
মৌলভীবাজারে হেলিকাপ্টারে চড়ে বিয়ে করলেন ডা: দম্পতি
মৌলভীবাজার জেলার সদর উপজেলার ডা. ফারজাহান জহির চৌধুরী নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। এ সময় ডা: দম্পতিকে দেখতে ভিড় করে হাজারো মানুষ। উৎসব জনতাকে সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কনেকে আনতে হেলিকপ্টারে সিলেটের কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হলে বরযাত্রী যান বর ডা. ফারজাহান জহির চৌধুরী। বিকেলে কনে ডা. মেহজাবিন রশিদ নুহাকে নিয়ে একই মাঠে অবতরণ করেন তিন
ডা. ফারজাহান জহির চৌধুরী আমেরিকান প্রবাসী ডাক্তার। তিনি মৌলভীবাজার সদর উপজেলার জগৎপুর গ্রামের আমেরিকান বাড়ির জহির মিয়া ও ফারজানা চৌধুরীর ছেলে। তারা আমেরিকার মাউন্ট সিনাই এভিনিউ এর বাসিন্দা। বিয়ে করতে নিজ গ্রামে এসেছেন।কনে ডা. মেহজাবিন রশীদ নুহা সিলেটের ফেঞ্চুগঞ্জের ইসলামপুর গ্রামের কামাল হারুনুর রশীদ ও নাজমিন আক্তারের মেয়ে। তিনি সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারি পাস করেছেন।
বরের বাবা জহির মিয়া বলেন, আমার ছেলের আজ বিয়ে হয়েছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।
হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের খবর আগে থেকেই পুলিশকে অবগত করেছিলেন বরের পক্ষ। কৌতূহলী ও উৎসুক লোকজনের ভিড় সামলাতে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে।