ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

#

মনিরুল ইসলাম

১৯ জুন, ২০২২,  2:11 PM

news image

টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যে অবিরাম বৃষ্টির ফলে প্রতিনিয়ত এ জেলায় পানি অতিমাত্রায় বেড়েই চলছে। এছাড়া অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় পাহাড়ি এলাকায় টিলা ধস দেখা দেওয়ায় ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।


বড়লেখা উপজেলায় অতি ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং কুশিয়ারা নদী ও হাকালুকি হাওড় এর  পানি বৃদ্ধি পেয়ে বড়লেখা পৌর এলাকা এবং ১০টি ইউনিয়নের ২০০টি গ্রাম  প্লাবিত হয়েছে। বন্যায় দুর্গত মানুষের সংখ্যা প্রায় ১,৬০,০০০ জন। পাশাপাশি পাহাড় ধসে উত্তর শাহবাজপুর ইউনিয়নের আয়েশাবাগ চা বাগানে ০১ জন নিহত ও সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামে ০১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিদ্যুৎ এর সাব স্টেশন ইতিমধ্যেই পানিতে নিমজ্জিত হয়েছে। 


কুলাউড়া উপজেলায়ও অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদ-নদীসহ হাকালুকি হাওড়ের পানি বৃদ্ধি পাওয়ায় ০৭টি ইউনিয়ন ইতিমধ্যে প্লাবিত হয়েছে। ইউনিয়ন গুলো হলো: ভূকশিমইল, ভাটেরা, জয়চন্ডী, ব্রাহ্মণবাজার, কাদিপুর, ও কুলাউড়া সদর।   এছাড়া কর্মধা ইউনিয়নের মহিষমারা গ্রামের ফানাই নদীর বাঁধ ভেঙ্গে মহিষমারা, বাবনিয়া, হাশিমপুর, ভাতাইয়া, পুরশাই গ্রামগুলো প্লাবিত হয়েছে। অর্ধ শতাধিক গ্রামের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী  অবস্থায় নিজ নিজ বাসভবনে অবস্থান করছে। গ্রামগুলোর সাথে বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। 


এ দিকে জুড়ী উপজেলায় গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে  সৃষ্ট বন্যায় এ উপজেলাধীন ২৮টি গ্রামের প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। এ সকল গ্রামের অধিকাংশ রাস্তা ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।  এ পর্যন্ত ঝুঁকিপূর্ণ প্রায় ২৪টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এছাড়াও জায়ফরনগর ইউনিয়নের  গৌরীপুর ও সাগরনাল ইউনিয়নের কাশিনগর গোয়ালবাড়ি পশ্চিম শিলুয়া গ্রামে জুড়ী নদীর বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।


মৌলভীবাজার সদর উপজেলায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এর কারণে ০৬টি ইউনিয়ন-খলিলপুর, মনুমুখ, আখাইলকুড়া, কনকপুর, কামালপুর, চাঁদনীঘাট ইউপি (আংশিক) প্লাবিত হয়েছে। এ উপজেলায় বন্যা দুর্গত মানুষের সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার। 

রাজনগর উপজেলায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এর কারণে ০৪টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। জেলার শ্রীমঙ্গল উপজেলায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এর কারণে ০৫টি ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। 

এছাড়াও কমলগঞ্জ উপজেলায় অতি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পাড় ভেঙ্গে অত্র উপজেলার ০৯টি ইউনিয়ন ও পৌর এলাকায় বন্যা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।


মৌলভীবাজার জেলার ডিসি মীর নাহিদ আহসান‌ বলেন, টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকা পরিদর্শন করা হয়েছে। সকল উপজেলার জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা করে সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দুর্গত মানুষদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনতে আমরা কাজ করছি। ইতিমধ্যে পাহাড়ি এলাকায় ঝুঁকি নিয়ে বসবাস করা মানুষের নিরাপদ জায়গায় স্থানান্তরের নির্দেশনা প্রদান করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ